ডাক অধিদপ্তরের নবম গ্রেডের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

মডেল: জিসা
ছবি: শুভ্র কান্তি দাশ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের প্রসেস ম্যানেজার, পোস্টাল প্রিন্টিং প্রেস (নবম গ্রেড) পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তারিখ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রসেস ম্যানেজার, পোস্টাল প্রিন্টিং প্রেস (নবম গ্রেড) শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই পদে ছয় জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে মাস্ক ব্যতীত মৌখিক পরীক্ষার বোর্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না । প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

মৌখিক পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং মৌখিক পরীক্ষার জন্য যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।