মাউশির বিভিন্ন পদের মৌখিক পরীক্ষা শুরু ২৪ জুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি)
ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের  তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গত ২২ মার্চ অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় বিভিন্ন পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা উল্লেখিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), পলাশী, ঢাকায় অনুষ্ঠিত হবে।

১. পদের নাম: ক্যাটালগার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। মৌখিক পরীক্ষা: ২৪ জুন বেলা ২টা থেকে।
২. পদের নাম: কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। মৌখিক পরীক্ষা: ২৭ জুন বেলা ২টা থেকে।
৩. পদের নাম: অফিস সহায়ক। মৌখিক পরীক্ষা: ২৮, ২৯ ও ৩০ জুন বেলা ২টা থেকে।