অডিটর পদে ৩৮৪ জন নির্বাচিত, যোগদানে লাগবে ডোপ টেস্ট সনদ

প্রতীকী ছবি: প্রথম আলো

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) অডিটর পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। অস্থায়ীভাবে ৩৮৪ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত এই প্রার্থীদের চাকরিতে যোগ দেওয়ার সময় মাদক পরীক্ষার (ডোপ টেস্ট) সনদ জমা দিতে হবে।

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১৯ এপ্রিলের আগে চাকরিতে যোগ দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে

সিজিডিএফ কার্যালয়ের ওয়েবসাইট থেকে নিয়োগপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ চাকরিতে যোগ দিতে হবে। যেসব কাগজপত্র লাগবে, তা হচ্ছে গেজেটেড কর্মকর্তার কাছ থেকে চারিত্রিক সনদপত্র; শারীরিক যোগ্যতা সম্পর্কে মেডিকেল সার্টিফিকেট; প্রার্থী মাদকাসক্ত কি না, তা পরীক্ষাসংক্রান্ত ডোপ টেস্ট সনদ; নাগরিকত্ব; শিক্ষাগত যোগ্যতা; কোট-সংক্রান্ত সনদপত্রের মূল কপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।