জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার হওয়ার সুযোগ

জাতিসংঘ
ফাইল ছবি।

জাতিসংঘ বিশ্বের এমন একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। জাতিসংঘে ভিন্ন ভিন্ন দক্ষতার ক্ষেত্রে অনলাইন স্বেচ্ছাসেবকের (ভলান্টিয়ার) কাজের সুযোগ রয়েছে। টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় অনলাইন স্বেচ্ছাসেবকেরা কাজ করবেন। বিশ্বের যেকোনো স্থানে যেকোনো ডিভাইস দিয়ে স্বেচ্ছাসেবকেরা কাজ করতে পারবেন।

অনলাইন স্বেচ্ছাসেবকেরা সহজে এবং কার্যকরভাবে এডিটিং, অনুবাদ, শিক্ষকতা, প্রশিক্ষণ, আর্ট অ্যান্ড ডিজাইন, রিসার্চ, টেকনোলজি ডেভেলপমেন্ট, প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, আউটরিচ অ্যান্ড অ্যাডভোকেসি, কমিউনিটি অর্গানিজিং, অ্যাডমিনিস্ট্রেশন, লিডারশিপ অ্যান্ড স্ট্র্যাটেজি, ইভেন্ট অর্গানাইজেশন, স্বাস্থ্যসেবা, ভলান্টিয়ার ম্যানেজমেন্টসহ কয়েকটি ক্ষেত্রে কাজ করতে পারবেন।

ঘরে বসেই অনলাইন স্বেচ্ছাসেবকেরা আবেদন করতে পারবেন। বাংলাদেশিসহ সবাই অনলাইন স্বেচ্ছাসেবক হতে পারবেন। আবেদনের লিংকে গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা