দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের লিখিতের ফল প্রকাশ, উত্তীর্ণ ৪০৫

প্রতীকী ছবি: প্রথম আলো

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পাঁচ ধরনের পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট উত্তীর্ণ হয়েছেন ৪০৫ জন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক) পদে ৫৫ জন, গাড়িচালক পদে ১৬২ জন, ডেসপাচ রাইডার পদে ১০ জন, অফিস সহায়ক পদে ৬২ জন ও নিরাপত্তাপ্রহরী পদে ১১৬ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ এসব প্রার্থীর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখও প্রকাশ করা হয়েছে। ওয়্যারলেস অপারেটর ও অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি, নিরাপত্তাপ্রহরী পদের মৌখিক পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি, গাড়িচালক ও ডেসপাচ রাইডার পদের ব্যবহারিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি এবং মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার এই পাঁচ পদের লিখিত পরীক্ষা রাজধানীর ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পাঁচ ধরনের পদের লিখিত পরীক্ষার ফল এই লিংকে পাওয়া যাবে।