৩৮তম বিসিএস থেকে কর পরিদর্শক হলেন ১১৪ জন

প্রতীকী ছবি: প্রথম আলো

৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়েও ক্যাডার এবং প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন—এমন প্রার্থীদের মধ্য থেকে কর পরিদর্শক হিসেবে ১১৪ জনকে সুপারিশ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশ পাওয়া ১১৪ জন প্রার্থী নন-ক্যাডারে (দ্বিতীয় শ্রেণি) দশম গ্রেডে নিয়োগ পাবেন। নিয়োগের জন্য সুপারিশ পাওয়া এসব প্রার্থীকে জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন-২ শাখায় আগামী ১৩ মার্চের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

চাকরিতে যোগদানের পর বিসিএস (কর) একাডেমি, ঢাকা অথবা সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরি করার অযোগ্য বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো এবং সরকারি কর্ম কমিশনের পরামর্শ ছাড়াই তাঁকে চাকরি থেকে অপসারণ করা হবে।

শিক্ষানবিশকাল শেষ হওয়ার তিন বছরের মধ্যে কোনো প্রার্থী চাকরি ছাড়তে পারবেন না—এই মর্মে একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে।

সুপারিশ পাওয়া প্রার্থীদের নাম ও রোল নম্বর দেখা যাবে এই লিংকে