মাউশির একটি পদের লিখিতের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৫০
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) হিসাব সহকারী পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫৫০ জন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটকের খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরের অধীন বিভিন্ন অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর শূন্য পদে জনবল নিয়োগের জন্য গত ১৮ মার্চ এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।