দেড় বছর পর মাউশির একটি পদের লিখিতের ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,৭৬৭

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং অধিদপ্তরের অধীন বিভিন্ন অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য অফিস সহায়ক পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল দেড় বছর পর প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭৬৭ জন।

গতকাল রোববার মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) এবং বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা নিয়েছিল মাউশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মাউশির ওয়েবসাইট এবং টেলিটকের খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে (http://www.dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/41c8d067_0f4e_4e88_9c14_5b23fccb4907/Result_office_Asistant_325_16-04-2023b.pdf)।