রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে পোস্ট ডক্টরাল ফেলোশিপ দেবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন যে কেউ।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত দেশের অথবা দেশের বাইরের যেকোনো ব্যক্তি উচ্চতর গবেষণার লক্ষ্যে পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর গবেষণা প্রস্তাব অবশ্যই বাংলাদেশসংক্রান্ত হতে হবে। মানবিক ও বাণিজ্য শাখার বিষয়গুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পিয়ার রিভিউ বা স্কোপাস ইনডেক্সড জার্নালে প্রধান লেখক অথবা প্রতিনিধি লেখক হিসেবে কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

আরও পড়ুন

দেশে আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

গবেষণা প্রবন্ধগুলো গবেষকের পিএইচডি গবেষণার সঙ্গে সম্পর্কিত হতে হবে। আবেদনকারী পিএইচডি করার সাত বছরের মধ্যে পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। পোস্ট ডক্টরাল ফেলোশিপ পাওয়া গবেষক মাসিক ৫০ হাজার টাকা ফেলোশিপ, আবাসিক ও অন্যান্য সুবিধা পাবেন।

আরও পড়ুন

নিজ গ্রামে পিটিআই করা নিয়ে অভিযোগ, যা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আবেদনকারীদের কাঙ্ক্ষিত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং প্রাথমিক আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। অথবা ২০ টাকার ডাকটিকিট সংযুক্ত করে নিজ ঠিকানাসংবলিত খাম সচিব, আইবিএস, রাবি ঠিকানা বরাবর পাঠিয়ে ডাকযোগে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ সেপ্টেম্বর।

আরও পড়ুন

ফ্রান্সের আইফেল এক্সিলেন্স স্কলারশিপ, মাসে ১৪০০ ইউরো–বিমান টিকিট–স্বাস্থ্য বিমা–আবাসন