শিক্ষক নিবন্ধনের ফল: ৬০ হাজার পদ শূন্য
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করে ৪১ হাজার জন নিয়োগের সুপারিশ পেয়েছেন। প্রায় ৬০ হাজার পদ খালি থাকায় শিক্ষাব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠেছে। এনটিআরসিএ যোগ্য প্রার্থী খুঁজে না পাওয়ার কথা বলছে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষক নিয়োগে শুধু ডিগ্রি নয়, দক্ষতাও দরকার। শূন্য পদ পূরণে বিশেষ নিয়োগ পরীক্ষার সুপারিশ করা হয়েছে।