৩৮তম বিসিএসে নন-ক্যাডার প্রার্থীদের জন্য ইউনিয়ন ভূমি উপসহকারীর ৫৪ পদ সংরক্ষণের নির্দেশ

হাইকোর্ট ভবন
ফাইল ছবি

৩৮তম বিসিএস নন-ক্যাডার প্রার্থী ও রিট আবেদনকারীদের জন্য ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার ৫৪টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জে এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

রিট আবেদনকারীপক্ষ জানায়, ৩৮তম বিসিএসে নন–ক্যাডার প্রার্থী হিসেবে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করে ফল না পেয়ে বায়েজীদ হোসাইনসহ ২১ জন প্রার্থী গত ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। রুলে ৩৮তম বিসিএস নন-ক্যাডার প্রার্থী হিসেবে আবেদনকারীদের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে নিয়োগের জন্য সুপারিশে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে আবেদনকারীদের নিয়োগের জন্য সুপারিশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

আরও পড়ুন

রিট আবেদনকারীদের আইনজীবীর তথ্যমতে, ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪০তম বিসিএস নন–ক্যাডার প্রার্থীদের মধ্যে ১ হাজার ১৬৪ জনকে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে নিয়োগের সুপারিশ করে। এর বৈধতা নিয়ে রিট আবেদনকারীরা ৩০ অক্টোবর হাইকোর্টে সম্পূরক আবেদন করেন। অন্যদিকে রিটে আবেদনকারী হিসেবে আরও ৩৩ জন নন–ক্যাডার প্রার্থী পক্ষভুক্ত হতে আরেকটি আবেদন করেন।

আরও পড়ুন

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির, সঙ্গে ছিলেন আইনজীবী সোলায়মান তুষার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী ইব্রীহিম খলিল।

আরও পড়ুন

পরে রিট আবেদনকারী বায়েজীদ হোসাইন প্রথম আলোকে বলেন, ৩৮তম বিসিএস নন-ক্যাডার প্রার্থী ও রিট আবেদনকারীদের জন্য ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার ৫৪টি পদ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও ভূমি সচিবসহ চার বিবাদীর প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন