নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষা ৩১ মে
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৪তম ও ১৬তম গ্রেডের ৫টি ক্যাটাগরির ২৯টি পদের লিখিত পরীক্ষা ৩১ মে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর/ অভ্যর্থনাকারী, নমুনা সংগ্রহ সহকারীর ২৯টি পদের লিখিত পরীক্ষা ৩১ মে (শনিবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা শহরের ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি, পরীক্ষাকেন্দ্রের নামসহ বিস্তারিত তথ্য পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখ করা থাকবে। গতকাল শনিবার থেকে প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (www.bfsa.teletalk.com.bd) থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।