শ্রম পরিদর্শক পদে প্যানেল থেকে মনোনয়ন পেলেন যাঁরা

প্রতীকী ছবি: প্রথম আলো

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ‘শ্রম পরিদর্শক (সেফটি) পদে (১০তম গ্রেড) নিয়োগের জন্য প্যানেল বা অপেক্ষমাণ মেধাতালিকা থেকে ১২ জনকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোনয়ন পাওয়া ১২ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর হলো—০০৪৫৬২, ০০৩৪৫০, ০০১৪৮৩, ৪০০১৬৫, ০০০৯২৭, ০০৩৭৭৫, ০০০৮১৪, ০০৪১৪৮, ০০১২৫২, ০০০৪৬৮, ০০২২৯৯ ও ০০০৭৭৯=১২ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে দেওয়া তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করেছে যে নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ দেবে।

সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুল পরিলক্ষিত হলে ওই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া ক্ষেত্রবিশেষ প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এ রকম কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগ দেবে।

প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুল পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কর্ম কমিশন সংরক্ষণ করে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।