পাঁচ বিসিএসের দুটিতে নারী-পুরুষে অসমতা অনেক, একটিতে অনেক বেশি
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সবশেষ যে পাঁচটি বিসিএস পরীক্ষা নিয়েছে, তাতে দেখা গেছে কেবল বিশেষ বিসিএস দুটিতে নারী-পুরুষের সমতা কিছুটা কাছাকাছি। অন্যগুলোতে নারী-পুরুষের ব্যবধান অনেক। আর এই বিসিএসগুলোর মধ্যে একটিতে নারী-পুরুষের ব্যবধানে বেশি অসমতা। সেখানে কেবল ৮০ শতাংশের বেশি পুরুষ প্রার্থীই নিয়োগ পেয়েছেন। পিএসসি সবশেষ যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এই চিত্র দেখা গেছে।
একটিতে অনেক অসমতা: প্রজ্ঞাপনের আশায় বসে থাকা ৪৩তম বিসিএসের ফলে দেখা গেছে অনেক অসমতা। এখানে পুরুষ প্রার্থী নিয়োগ পেয়েছেন ৮০ শতাংশের ওপর, আর নারী প্রার্থী সাড়ে ১৯ শতাংশ। নিয়োগ পাওয়া পুরুষের সংখ্যা যেখানে ১ হাজার ৭৪২, সেখানে নারী নিয়োগ পেয়েছেন মাত্র ৪২১ জন। অন্য কোনো বিসিএসে এই অসমতা দেখা যায়নি। এখানে মোট ২ হাজার ১৬৩ জন কর্মকর্তাকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এখন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেই কর্মকর্তারা নিয়োগ পাবেন ও কর্মস্থলে যোগ দেবেন।
বিশেষ দুটি বিসিএসে নারী-পুরুষে সমতা: পিএসসি চিকিৎসক নিয়োগের জন্য যে দুটি বিশেষ বিসিএস নিয়েছে, তাতে দেখা গেছে দুটিতেই নারী ও পুরুষে সমতা আছে। এই দুটি বিসিএস হচ্ছে ৩৯তম বিসিএস ও ৪২তম বিসিএস।
পিএসসির বার্ষিক প্রতিবেদন বলছে, ৩৯তম বিশেষ বিসিএসে চিকিৎসক নিয়োগ হয়েছে ৬ হাজার ৭৯২ জন। নারী নিয়োগ পেয়েছেন ৩ হাজার ১৯২ জন আর পুরুষ নিয়োগ পেয়েছেন ৩ হাজার ৬০০ জন। এখানে পুরুষ ৫৩ শতাংশ আর নারী ৪৭ শতাংশ। বিশ্লেষণ বলছে, নারী-পুরুষের সমতা রয়েছে, বিস্তর ফারাক নেই। যা ইতিবাচক বলে মনে করছেন প্রার্থীরা। জানতে চাইলে একজন নারী চিকিৎসক বলেন, ৩৯তম বিশেষ বিসিএসে চিকিৎসক নিয়োগ হয়েছে ৬ হাজার ৭৯২ জন। নারী নিয়োগ পেয়েছেন ৩ হাজার ১৯২ জন, এর অর্থ হলো নারীদের অংশগ্রহণের হার বেড়েছ। এটি খুবই ইতিবাচক।
আরেকটি বিসিএসে দেখা গেছে নারী-পুরুষ সমতা। সেটি হচ্ছে ৪২তম বিশেষ বিসিএস। এতে নারী ৪৯ দশমিক ২ শতাংশ আর পুরুষ ৫০ দশমিক ৯৮ শতাংশ। এতে দেখা গেছে, চার হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এখানে নারী প্রার্থী ১ হাজার ৯৬১ জন আর পুরুষ প্রার্থী ২ হাজার ৩৯ জন।
যে দুই বিসিএসে নারী-পুরুষে বিস্তর ফারাক
পিএসসি দুটি বিসিএসে যে পুরুষ ও নারী নিয়োগ দিয়েছে, তাতে বিস্তর ফারাক দেখা গেছে। চার ভাগের তিন ভাগই পুরুষ নিয়োগ দেওয়া হয়েছে। আর নারী এক ভাগ নিয়োগ পেয়েছেন। এই দুটি বিসিএস হয়েছেও একটির পর আরেকটি। এই দুটি বিসিএস হচ্ছে ৪০তম ও ৪১তম সাধারণ বিসিএস। এই বিসিএসে নিয়োগ পাওয়া কর্মকর্তারা চাকরিও করছেন। সবশেষ গত মাসে প্রায় সাড়ে ৪ বছর পর ৪১তম বিসিএসের কর্মকর্তারা যোগদান করলেন।
বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, ৪০তম ও ৪১তম সাধারণ বিসিএস থেকে নিয়োগ পেয়েছেন ৪ হাজার ৪৭৯ জন কর্মকর্তা। এতে দুই বিসিএসেই পুরুষ নিয়োগের হার একটিতে প্রায় ৭৪, আরেকটিতে ৭৩ শতাংশের বেশি। আর নারী নিয়োগের হার দুটিতেই ২৬ শতাংশের বেশি। দুই বিসিএসে নারী নিয়োগ পেয়েছেন ১ হাজার ১৮৩ জন আর পুরুষ নিয়োগ পেয়েছেন ৩ হাজার ২৯৬ জন।