সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে এক মাসের মধ্যে নিয়োগ কার্যক্রম শুরুর নির্দেশ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ কার্যক্রম আগামী এক মাসের মধ্যে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে নিয়োগ কার্যক্রম আগামী এক মাসের মধ্যে শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৬ ফেব্রুয়ারির স্মারক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১২ ফেব্রুয়ারির স্মারকের নির্দেশনা মোতাবেক সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করার জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।