রাজউকের সাত পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

মডেল: সিফাত ও নুসরাত
ছবি: খালেদ সরকার।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাত ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রাজউকের ওয়েবসাইটে প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাত ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষা ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস, ঢাকায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাত ক্যাটাগরির পদগুলো হলো—সহকারী প্রকৌশলী (পুর), সহকারী স্থপতি, উপসহকারী প্রকৌশলী (পুর), উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক), উপসহকারী স্থপতি ও কানুনগো।

ইতিমধ্যে প্রবেশপত্র পরীক্ষার্থীদের উল্লিখিত ঠিকানায় পাঠানো হয়েছে। লিখিত পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্রটি পরবর্তী সময় ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনমাফিক প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। কোনো পরীক্ষার্থী প্রবেশপত্র না পেলে ২৮ মার্চ থেকে ৩০ মার্চ অফিস চলাকালীন এক কপি ছবিসহ অফিসে যোগাযোগ করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন

একজন প্রার্থী কেবল একটি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। একাধিক পদে আবেদনকারী প্রার্থীদের তাঁদের নিজস্ব অগ্রাধিকার বিবেচনায় যেকোনো একটি পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেওয়া হলো।

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর আর কোনো পরীক্ষার্থীকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। লিখিত পরীক্ষার সময় এক ঘণ্টা এবং ওই সময় অতিক্রান্ত হওয়ার আগে কোনো অবস্থাতেই পরীক্ষার্থী পরীক্ষার হল ত্যাগ করতে পারবেন না।

আরও পড়ুন

পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী ক্যালকুলেটর ছাড়া কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস এবং বই, খাতা কিংবা বাড়তি কাগজ সঙ্গে রাখতে পারবেন না। লিখিত পরীক্ষায় নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীকে হাজিরা শিটে তাঁর আবেদনপত্রের অনুরূপ স্বাক্ষর দিতে হবে।
লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে জানা যাবে।