১৯টি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

চাকরির বাজারে শিক্ষার্থীদের এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী আয়োজিত ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যালের দ্বিতীয় অংশের আয়োজন হিসেবে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার আয়োজনের শেষ দিনে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে ওই মেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমূলক সংগঠন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বাউসিসি) ওই অনুষ্ঠানের আয়োজন করে।

সরেজমিনে দেখা যায়, মোট ১৯টি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলা অনুষ্ঠিত হয়। সারি সারি বসানো প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত অংশগ্রহণকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় বাকৃবির ছয়টি অনুষদের শিক্ষার্থীদেরই অংশগ্রহণের সুযোগ ছিল।

কৃষিপণ্য ও কৃষি-সমস্যা সমাধানে বিভিন্ন সার, কীটনাশক ও বীজ উৎপাদনবিষয়ক প্রতিষ্ঠান সিনজেনটায় সব অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকলেও তাদের প্রাধান্যের তালিকায় প্রথম স্থান ছিল কৃষি অনুষদের স্নাতকধারীদের। কৃষিপণ্যের বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান লাল তীর সিড লিমিটেডের তালিকায় ছিল কৃষি অনুষদের স্নাতকধারীরা।

কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত অংশগ্রহণকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় বাকৃবির ছয়টি অনুষদের শিক্ষার্থীদেরই অংশগ্রহণের সুযোগ ছিল।

বাংলাদেশের পোলট্রি শিল্পের বাণিজ্যিক প্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপে চাকরি মেলায় নিবন্ধনের মাধ্যমে লিখিত ও পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। পোলট্রিভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় তাদের প্রাধান্যের তালিকায় ছিল ভেটেরিনারি, পশুপালন ও কৃষি অনুষদের স্নাতক সম্পন্নকারীরা।

কৃষি যান্ত্রিকীকরণের উপাদান সরবরাহকারী প্রতিষ্ঠান এ সি আই মটরস লিমিটেড ও বাংলা মার্কে প্রাধান্য পেয়েছে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতকধারীরা। কৃষি যন্ত্র সরবরাহকারী আরেকটি প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড প্রস্তাবিত তিনটি পদেও প্রাধান্যের তালিকায় ছিলেন তাঁরা।

প্রাণী চিকিৎসা ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যাল ও নাফকো ফার্মা লিমিটেডে জীবনবৃত্তান্ত প্রদানের সুযোগ পেয়েছে ভেটেরিনারি অনুষদের স্নাতকধারীরা। এ ছাড়া সম্পূরক খাদ্য জোগানকারী প্রতিষ্ঠান এরেনা এগ্রোর ক্ষেত্রে প্রাধান্যের তালিকায় ছিল ভেটেরিনারি, পশু পালন ও মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতকধারীরা।

ভেটেরিনারি, মাৎস্যবিজ্ঞান ও কৃষি অনুষদের স্নাতকধারীদের জন্য প্রতিটি অনুষদভিত্তিক দুটি করে মোট ছয়টি পদে চাকরির সুযোগ দিয়েছে স্কয়ার গ্রুপ। বাকৃবি শিক্ষার্থীর গড়া প্রতিষ্ঠান সেইফ ফুডের মোট নয়টি পদে ছয়টি অনুষদের স্নাতক সম্পন্নকারীদেরই অংশগ্রহণের সুযোগ ছিল।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে এটাই প্রথম চাকরি মেলা।
ছবি: সংগৃহীত

এ ছাড়াও সাধারণভাবে সব অনুষদের স্নাতকধারীদের অংশগ্রহণের সুযোগ দিয়েছে প্যারাগন গ্রুপ, সি পি গ্রুপ, আদি এন্টারপ্রাইজ, ব্যাট বাংলাদেশ ও প্রাণ। বিশেষ করে সেলস ম্যানেজার, বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট পদগুলোয় সবার অংশগ্রহণের সুযোগ ছিল।

পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড—এ ছয়টি দেশে উচ্চশিক্ষাবিষয়ক সহায়ক ও পরামর্শদানকারী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করেছিল আইডিপি।

প্রতিটি প্রতিষ্ঠানেই সরাসরি ও অনলাইনে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। শুধু সরকারি চাকরিতে সীমাবদ্ধ না থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোন কোন ক্ষেত্রে কৃষিবিদদের অংশগ্রহণের সুযোগ রয়েছে, সে সম্পর্কে বিস্তর ধারণারও সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতক শিক্ষার্থী কাজী সাকিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে এটাই প্রথম চাকরি মেলা। মূলত চাকরি মেলা আয়োজিত হয় সহজে চাকরি পাওয়ার সুযোগ ও চাকরিবিষয়ক বিভিন্ন তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই আমরা সরকারি চাকরির জন্য অপেক্ষা করি। তবে সে ক্ষেত্রে অনেকেরই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি বরং অনেকটা সময় নষ্ট হয়। এমন চাকরি মেলায় শিক্ষার্থীরা বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সরাসরি জানতে পারে এবং এতে অনেকেরই আগ্রহ তৈরি হয়।’