পেছনের সারির ১০ ডিগ্রি নিয়েও মেলে ভালো বেতন

স্টুডিও আর্টস ডিগ্রিধারীদের কম উপার্জনের আশঙ্কা থাকলেও এতে বেকারত্বের হার কমছবি: পার্ক ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নেওয়া

অনেকেই উচ্চ বেতনের জন্য নানা রকমের দক্ষতা অর্জন করেন। কেউ বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা করেন। কিন্তু এমন অনেক ডিগ্রি আছে, যেগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। অন্য কোনো বিষয়ে ডিপ্লোমা না করে এসব বিষয়ে মাত্র একটি ডিগ্রি নিয়েও উচ্চ বেতনের চাকরি পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিস্টিকসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ২৫ থেকে ৩৪ বছর বয়সী কর্মীরা মাত্র একটি স্নাতক ডিগ্রি নিয়েও প্রায় ৭৯ লাখ ৬৬ হাজার ২৩২ টাকার (৬৬ হাজার ৬০০ ডলার) গড় বার্ষিক বেতন পেয়েছেন। আর উচ্চবিদ্যালয়ের শিক্ষা নেওয়া কর্মীরা বছরে প্রায় ৪৯ লাখ ৯৯ হাজার ৮২৭ টাকা (৪১ হাজার ৮০০ ডলার) আয় করেছেন।

আরও পড়ুন

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলেজের যেকোনো বিষয়ে ডিগ্রি নেওয়া কর্মীরা অবশ্য এত বেতন পান না। সেন্সাস ব্যুরোর আমেরিকান কমিউনিটি সার্ভে ডেটার সাম্প্রতিক ব্যাংকরেট বিশ্লেষণে দেখা গেছে, স্টুডিও আর্টস বিষয়ে ডিগ্রিধারীরা প্রায় ৪৭ লাখ ৮৪ হাজার ৫২৪ টাকা (৪০ হাজার ডলার) গড় বেতন উপার্জন করেন।

নিউইয়র্ক ফেড ডেটার তথ্য অনুসারে, স্টুডিও আর্টস ডিগ্রিধারীদের কম উপার্জনের আশঙ্কা থাকে এবং এই ডিগ্রির বেকারত্বের হার ৪ দশমিক ৬ শতাংশ। যা সব কলেজ স্নাতকের প্রায় দ্বিগুণ। চলতি বছরের জুনে কলেজ স্নাতকদের ক্ষেত্রে এই হার ছিল ২ দশমিক ৪ শতাংশ।

ব্যাংকরেট চলতি বছর পেছনের সারির ১০টি মূল্যবান কলেজ ডিগ্রির তথ্য দিয়েছে। এই ডিগ্রিগুলো হলো—

আরও পড়ুন

১. স্টুডিও আর্টস

এই ডিগ্রি নেওয়া কর্মীদের মধ্যম বেতন প্রায় ৪৭ লাখ ৮৪ হাজার ৫২৪ টাকা (৪০ হাজার ডলার)। এতে বেকারত্বের হার ৪ দশমিক ৬ শতাংশ। এই পদে উচ্চতর ডিগ্রি নেওয়া কর্মীর হার ২৮ দশমিক ১ শতাংশ।

২. ড্রামা অ্যান্ড থিয়েটার আর্টস

এই ডিগ্রি নেওয়া কর্মীদের মধ্যম বেতন প্রায় ৫২ লাখ ৬২ হাজার ৯৭৬ টাকা (৪৪ হাজার ডলার)। এতে বেকারত্বের হার ৪ দশমিক ৯ শতাংশ। এই পদে উচ্চতর ডিগ্রি নেওয়া কর্মীর হার ২৯ শতাংশ।

৩. ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস

এই ডিগ্রি নেওয়া কর্মীদের মধ্যম বেতন প্রায় ৪৭ লাখ ৮৪ হাজার ৫২৪ টাকা (৪০ হাজার ডলার)। এতে বেকারত্বের হার ৩ দশমিক ৮ শতাংশ। এই পদে উচ্চতর ডিগ্রি নেওয়া কর্মীর হার ২৮ দশমিক ৭ শতাংশ।

৪. ফিল্ম, ভিডিও অ্যান্ড ফটোগ্রাফিক আর্টস

এই ডিগ্রি নেওয়া কর্মীদের মধ্যম বেতন প্রায় ৫৫ লাখ ২ হাজার ২০২ টাকা (৪৬ হাজার ডলার)। এতে বেকারত্বের হার ৫ দশমিক ৫ শতাংশ। এই পদে উচ্চতর ডিগ্রি নেওয়া কর্মীর হার ১৩ দশমিক ৮ শতাংশ।

৫. মিসসিলেনিয়াস ফাইন আর্টস

এই ডিগ্রি নেওয়া কর্মীদের মধ্যম বেতন প্রায় ৫৩ লাখ ৮২ হাজার ৫৮৯ টাকা (৪৫ হাজার ডলার)। এতে বেকারত্বের হার ৪ দশমিক ৮ শতাংশ। এই পদে উচ্চতর ডিগ্রি নেওয়া কর্মীর হার ১৫ দশমিক ০ শতাংশ।

৬. ক্লিনিক্যাল সাইকোলজি

এই ডিগ্রি নেওয়া কর্মীদের মধ্যম বেতন প্রায় ৫৪ লাখ ৪২ হাজার ৩৯৬ টাকা (৪৫ হাজার ৫০০ ডলার)। এতে বেকারত্বের হার ২ দশমিক ৯ শতাংশ। এই পদে উচ্চতর ডিগ্রি নেওয়া কর্মীর হার ৬৯ দশমিক ১ শতাংশ।

৭. কমিউনিকেশন টেকনোলজিস

এই ডিগ্রি নেওয়া কর্মীদের মধ্যম বেতন প্রায় ৫৯ লাখ ৮০ হাজার ৬৫৫ টাকা (৫০ হাজার ডলার)। এতে বেকারত্বের হার ৫ দশমিক ৩ শতাংশ। এই পদে উচ্চতর ডিগ্রি নেওয়া কর্মীর হার ১১ দশমিক ৯ শতাংশ।

আরও পড়ুন

৮. লাইব্রেরি সায়েন্স

এই ডিগ্রি নেওয়া কর্মীদের মধ্যম বেতন প্রায় ৫৭ লাখ ৪১ হাজার ৪২৮ টাকা (৪৮ হাজার ডলার)। এতে বেকারত্বের হার ৩ দশমিক ২ শতাংশ। এই পদে উচ্চতর ডিগ্রি নেওয়া কর্মীর হার ৬৯ দশমিক ১ শতাংশ।

৯. ফাইন আর্টস

এই ডিগ্রি নেওয়া কর্মীদের মধ্যম বেতন প্রায় ৫৩ লাখ ৮২ হাজার ৫৮৯ টাকা (৪৫ হাজার ডলার)। এতে বেকারত্বের হার ৩ দশমিক ৭ শতাংশ। এই পদে উচ্চতর ডিগ্রি নেওয়া কর্মীর হার ২৫ দশমিক ০ শতাংশ।

১০. বিদেশি ভাষা

এই বিষয়ে ডিগ্রি নেওয়া কর্মীদের মধ্যম বেতন প্রায় ৬৩ লাখ ৩৯ হাজার ৪৯৪ টাকা (৫৩ হাজার ডলার)। এতে বেকারত্বের হার ৪ দশমিক ৮ শতাংশ। এই পদে উচ্চতর ডিগ্রি নেওয়া কর্মীর হার ৪৫ দশমিক ২ শতাংশ।

ব্যাংকরেট মান অনুযায়ী, সবচেয়ে মূল্যবান স্নাতক ডিগ্রিতে উচ্চ বেতন, কম বেকারত্বের হার এবং উন্নত ডিগ্রিধারী কর্মীদের নিম্ন হার থাকাটা লটারির মতো।

আরও পড়ুন