সাত ব্যাংকের অফিসারের ১৭২০ পদের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৪৭০৫

প্রতীকী ছবি: আশরাফুল আলম

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৭টি ব্যাংকের ২০২০ সালভিত্তিক ১০ম গ্রেডের অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১ হাজার ৭২০ পদের বিপরীতে ১৪ হাজার ৭০৫ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের এরপর লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

গত ২ জুন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের ৪৩টি কেন্দ্রে এই পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার ৮৯২। এর মধ্যে ১৪ হাজার ৭০৫ জন উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

প্রিলিমিনারি পরীক্ষার ফল এখানে দেখা যাবে।