৭ ব্যাংকের ২৪১৬ পদের এমসিকিউর ফল, লিখিত পরীক্ষার সিলেবাস ও সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকে ২০২১ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’–এর ২ হাজার ৪১৬টি পদের এমসিকিউ টেস্টের ফল, লিখিত পরীক্ষার সিলেবাস, সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত ব্যাংকের ২০২১ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’ পদটি দশম গ্রেডের। এই পদের জব আইডি–১০১৮৩। এসব ব্যাংকে সমন্বিতভাবে সরাসরি নিয়োগের জন্য গত ২৪ মে এমসিকিউ টেস্ট অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ৩ হাজার ৯১৪ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। আগামী ৫ জুলাই (শুক্রবার) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১২টি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ফোকাস রাইটিং ইন ইংলিশ (বিশ্ব/বাংলাদেশ প্রসঙ্গ) ৩৫, ফোকাস রাইটিং ইন বাংলা (বিশ্ব/বাংলাদেশ প্রসঙ্গ) ৩৫, সাধারণ জ্ঞান ৩০, কম্প্রিহেনশন (ইংরেজি) ২০, গণিত (এসএসসি পর্যায়ের) ৩০, ট্রান্সলেশন: ইংরেজি টু বাংলা ২০ ও আরগুমেন্টেটিভ রাইটিং ইন ইংলিশে ৩০ নম্বর বরাদ্দ থাকবে।

আরও পড়ুন

সাতটি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’-এর ২ হাজার ৪১৬টি পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ১ হাজার ২২৯টি, জনতা ব্যাংক পিএলসিতে ৪৪৫টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪৫৫টি, রূপালী ব্যাংক পিএলসিতে ২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৪৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২২২টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ১টি পদ আছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ টেস্টের প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ ও চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

প্রবেশপত্র (এক কপি) ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালে পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।
পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

এমসিকিউ টেস্টের ফল, লিখিত পরীক্ষার সিলেবাস, সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।