সমন্বিত ৭ ব্যাংকের চূড়ান্ত ফলাফল প্রকাশ, নির্বাচিত ২৪১৬ জন
বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৭টি ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)/অফিসার(টেলর)’ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ১০ম গ্রেডের এ পদে নির্বাচিত হয়েছে ২ হাজার ৪১৬ জন প্রার্থী।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর) (১০ম গ্রেড) পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ২ হাজার ৪১৬ জন প্রার্থীকে ২০২১ সালভিত্তিক নিয়োগের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা, কোটা ও পছন্দক্রম অনুযায়ী বিভিন্ন ব্যাংকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে।
নির্বাচিত ব্যাংকগুলো হলো—
সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে সোনালী ব্যাংকে ১ হাজার ২২৯ জন, জনতা ব্যাংকে ৪৪৫ জন, অগ্রণী ব্যাংকে ৪৫৫ জন, রূপালী ব্যাংকে ২০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২২২ জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ১ জন।
*ফলাফল দেখুন এখানে