শিক্ষক নিবন্ধনের স্কুলপর্যায়ের পরীক্ষায় অনুপস্থিত ২১ হাজার

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি শিক্ষক নিয়োগের ১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুল ও স্কুল-২ পর্যায়ের লিখিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১ হাজার চাকরিপ্রার্থী। গত শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলছে, চাকরির পরীক্ষা বাধ্যতামূলক কোনো পরীক্ষা নয়, অনেকের চাকরি হয়ে যায়, তাই তাঁরা আর পরীক্ষায় অংশগ্রহণ করেন না।

এনটিআরসিএ সূত্র জানায়, ১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুল ও স্কুল-২ পর্যায়ের লিখিত পরীক্ষা ৮ বিভাগে অনুষ্ঠিত হয়। এতে ৭৮ হাজার ২৪৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নেন ৫৭ হাজার ২৭৪ জন। এতে অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৯৬৯ জন।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কোনো বাধ্যতামূলক পরীক্ষা নয়। অনেকের প্রাথমিকের শিক্ষক পদে চাকরি হয়েছে। আবার অনেকে অন্য চাকরি করছেন। এ কারণে তাঁরা আর পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এনটিআরসিএর অধীন গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল-২, স্কুল ও কলেজপর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুলপর্যায়ের পরীক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৪২২ জন ও কলেজপর্যায়ের পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ১৫ হাজার ৮৭৯ জন।