স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরীক্ষার ফল ও মৌখিকের তারিখ প্রকাশ
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার এ ফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার (১২ জুলাই ২০২৫) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১৭ জন) পদের মৌখিক পরীক্ষা ১৯ জুলাই বেলা ১১টা থেকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), ১৩/১ শেখ সাহেব বাজার, আজিমপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
কম্পিউটার অপারেটর (১২ জন) পদের মৌখিক পরীক্ষা ২০ জুলাই বেলা দুইটা থেকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), ১৩/১ শেখ সাহেব বাজার, আজিমপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব, চারিত্রিক ও প্রশিক্ষণ সনদের (প্রযোজ্য ক্ষেত্রে) মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণ করা ফরমসহ সব সনদের এক সেট সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য সনদও মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।