খাদ্য অধিদপ্তরের ৯টি পদের চূড়ান্ত ফলের দাবিতে অনশন
খাদ্য অধিদপ্তরের ৯টি পদের নিয়োগ দ্রুত সম্পন্ন ও চূড়ান্ত ফলাফলের দাবিতে গণ–অনশন করছেন চাকরিপ্রার্থীরা। আজ রোববার সকাল ১০টা থেকে খাদ্য অধিদপ্তরের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক চাকরিপ্রার্থী অনশন শুরু করেন। অনশনরত অবস্থায় ইমতিয়াজ শরীফ নামের একজন প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
অনশন করা চাকরিপ্রার্থীরা বলেন, ‘খাদ্য অধিদপ্তর ২০১৮ সালে ২৪টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে ১৪ পদের ফল অনেক আগেই প্রকাশ হয়েছে। আর একটি পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। বাকি ৯টি পদের নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি।
রাজশাহী থেকে আসা চাকরিপ্রার্থী ছাব্বির হোসেন বলেন, ‘দীর্ঘদিনেও চূড়ান্ত ফল না পেয়ে আমরা অনশনে বসতে বাধ্য হয়েছি। আমরা টাকা দিয়ে আবেদন করেছি, পড়াশোনা করে লিখিত পরীক্ষায় পাস করেছি, এরপর ভাইভা দিয়েছি। ফলাফল পাওয়া আমাদের অধিকার।’
উপপরিদর্শক পদে ভাইভা দেওয়া মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এর আগে দুইবার এখানে মানববন্ধন করেছি। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জানালা দিয়ে আমাদের আন্দোলন ভিডিও করেছে আর হেসেছে। আজও অনশন ভিডিও করেছে। কিন্তু অধিদপ্তরের কেউ ন্যূনতম সহানুভূতি জানাতে আসেননি।’
দীর্ঘদিনেও চূড়ান্ত ফল না পেয়ে আমরা অনশনে বসতে বাধ্য হয়েছি। আমরা টাকা দিয়ে আবেদন করেছি, পড়াশোনা করে লিখিত পরীক্ষায় পাস করেছি, এরপর ভাইভা দিয়েছি। ফলাফল পাওয়া আমাদের অধিকার।ছাব্বির হোসেন, চাকরিপ্রার্থী
জামালপুরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগপ্রত্যাশী সেলিম হোসেন বলেন, ‘গত ২ জানুয়ারি ও ২৩ ফেব্রুয়ারি আমরা ফলাফলের দাবিতে মানববন্ধন করেছি। আজকে আবারও আমরা রাস্তায় অনশন করতে বাধ্য হয়েছি। রেজাল্ট প্রকাশিত না হওয়ায় আমরা চরম অনিশ্চয়তায় আছি। প্রয়োজনে সামনে অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করব।’
২০১৮ সালের ১১ জুলাই খাদ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৪টি পদে মোট ১ হাজার ১৬৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন প্রায় ১৪ লাখ প্রার্থী। এর মধ্যে ১৪ পদের ফল অনেক আগেই প্রকাশ হয়েছে। আর একটি পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। বাকি ৯টি পদের নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি।
যে ৯টি পদের ফল আটকে আছে সেগুলো হলো—উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, উচ্চমান সহকারী, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অডিটর, স্পেম্যান ও স্টেনোগ্রাফার।