পরমাণু শক্তি কমিশনের দুটি পদের পরীক্ষার তারিখ প্রকাশ
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দুটি পদের পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। পদ দুটি হলো মেডিকেল অফিসার ও সায়েন্টিফিক অফিসার (ফিজিকস/অ্যাপ্লাইড ফিজিকস/মেডিকেল ফিজিকস/বায়োমেডিকেল ফিজিকস/কেমিস্ট্রি)। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল অফিসার ও সায়েন্টিফিক অফিসার (ফিজিকস/অ্যাপ্লাইড ফিজিকস/মেডিকেল ফিজিকস/বায়োমেডিকেল ফিজিকস/কেমিস্ট্রি) পদে নিয়োগের জন্য গত ১৬ ফেব্রুয়ারি পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইনে আবেদনকৃত যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা ১৪ জুলাই শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এবং শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নিজেদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার দিন পরীক্ষার্থীদের প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।