সমন্বিত ব্যাংকের ৩,৩৫৮ পদের নিয়োগে বয়স পুনর্বিবেচনার দাবি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার, সাধারণ অফিসার ও ক্যাশ অফিসারের ৩ হাজার ৩৫৮ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিতে বয়স পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। আজ রোববার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ দাবিতে মানববন্ধন করেন। ২০২২ সালভিত্তিক ৩ হাজার ৩৫৮ পদের এই বিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা ২০২২ সালকে ধরার দাবি জানিয়েছেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, ‘২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি প্রকাশিত সমন্বিত ব্যাংক সার্কুলারে সিনিয়র অফিসার ও অফিসার জেনারেল এবং অফিসার (ক্যাশ) (সমন্বিত ২০২২ সাল ভিত্তিক) পদের সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ২০২৪ সালের ১৯ ও ২০ জানুয়ারি, যা বিগত সব সমন্বিত ব্যাংক সার্কুলারের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। করোনাকালে সবারই বয়স (নিয়োগ কম থাকায়) ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যাঁদের বয়স ২০২২-২৩ সালে শেষ তাঁদের ক্ষতির প্রভাব সবচেয়ে বেশি। ব্যাংকার্স সিলেকশন কমিটি একটি বেকারবান্ধব ও আমাদের আস্থার স্থান। প্রতিবারই আমরা বেকারত্ব দূরীকরণে বাংলাদেশ ব্যাংক তথা ব্যাংকার্স সিলেকশন কমিটির ভূমিকার কথা জেনে এসেছি। তাই ২০২২ সালভিত্তিক সমন্বিত ব্যাংক সার্কুলারের পদগুলোতে আবেদনের জন্য বিগত সালভিত্তিক সার্কুলারের বসয়সীমার সঙ্গে সামাঞ্জস্য রেখে বয়স পুনর্বিবেচনা করা হোক।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চাকরিপ্রার্থী বলেন, ‘কোনো ঘোষণা ছাড়াই এবার হঠাৎ করে নতুন বয়সসীমা ধরে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের বিজ্ঞপ্তিগুলো যে নিয়মে দিয়েছে—এবার সেই নিয়ম মানা হোক। তাহলে আমার মতো যাঁদের বয়স শেষের দিকে, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন না।’
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে ১ হাজার ৫৯৭ জন নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ ছাড়া সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯৭৪ জন ও সমন্বিত পাঁচটি ব্যাংকে অফিসার (ক্যাশ) বা অফিসার (টেলর) পদে ৭৮৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই তিন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা ধরা হয়েছে ২০২৪ সালের ১৯ ও ২০ জানুয়ারি।