কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা কাল
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জাককানইবি চাকরি মেলা ২০২৩’ আয়োজিত হতে যাচ্ছে আগামীকাল রোববার। বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব এই চাকরি মেলার আয়োজন করছে। এই মেলার সহযোগী পার্টনার প্রথম আলো।
এই চাকরি মেলায় প্রাণ, পারফেট্টি ভ্যান মেলে, নিটল নিলয় গ্রুপ, রহিম আফরোজের মতো কোম্পানিগুলো বিভিন্ন পদের জন্য ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ দেবে। চাকরির পাশাপাশি ক্যারিয়ার এবং বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দিকনির্দেশনা থাকবে।
এই চাকরি মেলায় লজিস্টিক স্পনসর হিসেবে থাকছে শেয়ার ইনফো। স্ট্র্যাটেজিক পার্টনার ডায়াগ্রাম ও ফ্রুট স্পনসর হিসেবে থাকছে হ্যাপি হাট। এ ছাড়া ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক।
শিক্ষার্থীরা যেন দেশের সুপরিচিত ও শীর্ষস্থানীয় কোম্পানি এবং মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে নেটওয়ার্কিং, কর্মজীবনের অগ্রগতি ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করতে পারেন, সে লক্ষ্যে এ চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। এখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি চাকরির সাক্ষাৎকার, ইন্টার্নশিপ, ক্যারিয়ার গাইডলাইনভিত্তিক কোর্সের সুযোগ প্রদান করবে।
মেলায় উপস্থিত বক্তারা তাঁদের মূল্যবান দিকনির্দেশনাসংবলিত অভিজ্ঞতা ও আলোচনার মাধ্যমে সেশন ও ওয়ার্কশপ পরিচালনা করবেন। অংশগ্রহণকারীরা তাঁদের সিভি জমা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতামত বিনিময়ের সুযোগ পাবেন। চাকরি পেতে প্রয়োজন একটি পরিপূর্ণ সিভি—এ বিষয়কে প্রাধান্য দিয়ে এ চাকরি মেলায় অভিজ্ঞ টিমের সহায়তায় সরাসরি সিভি প্রস্তুত করে নেওয়ার সুযোগ রেখেছে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব।