পাট গবেষণা ইনস্টিটিউটের নবম গ্রেডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) নবম গ্রেডের বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) ও এডিটর-কাম-পাবলিসিটি অফিসার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে দেওয়া বিজেআরআইয়ের মহাপরিচালক ও পদোন্নতি/নিয়োগ কমিটি-১–এর সভাপতি মো. আবদুল আউয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজেআরআইয়ের গ্রেড-৯–ভুক্ত বৈজ্ঞানিক কর্মকর্তা ও এডিটর-কাম-পাবলিসিটি অফিসার পদের লিখিত পরীক্ষায় ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁদের এবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এই দুই পদের লিখিত পরীক্ষা ৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ও লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বিজেআরআইয়ের ওয়েবসাইট এবং প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

লিখিত পরীক্ষার ফল এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন