ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ার শুরু কাল, চাকরি পাবেন ২৫০০ প্রার্থী

আগামীকাল সোমবার রাজধানীর ইন্ট্যারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসবে এ ‘ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ার’।

নবীন স্নাতকদের জন্য চাকরি মেলার আয়োজন করেছে অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ‘বিডিজবস’। আগামীকাল সোমবার রাজধানীর ইন্ট্যারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসবে এ ‘ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ার’। প্রথম আলো এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে।

এবারের মেলায় যাঁরা নিবন্ধন করেছেন, তাঁদের মধ্যে থেকে যোগ্য আড়াই হাজার প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন বলে জানিয়েছে বিডিজবস।

বিডিজবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর প্রথম আলোকে বলেন, যাঁরা সদ্য লেখাপড়া শেষ করেছেন, তাঁদের জন্যই মূলত এ মেলার আয়োজন। এ জন্য বেশির ভাগ পদই প্রবেশ পর্যায়ের এবং এগুলোতে কোনো অভিজ্ঞতা চাওয়া হচ্ছে না। অনেক প্রতিষ্ঠান মেলা প্রাঙ্গণেই আবেদনকারীদের অনলাইনে পরীক্ষার মাধ্যমে বাছাইপ্রক্রিয়া সম্পন্ন করবে। তাই যাঁরা মেলায় চাকরি খুঁজতে আসবেন, তাঁরা অনলাইনে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে এলে এগিয়ে থাকবেন।

বিডিজবস ডটকমের পরিচালক (বিপণন) প্রকাশ রায় চৌধুরী বলেন, এবারের মেলায় ১৩০টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় ৩৫ হাজার চাকরিপ্রার্থী। এসব প্রার্থীর মধ্য থেকে যোগ্য প্রায় আড়াই হাজার প্রার্থীকে চাকরির জন্য মনোনীত করা হবে। মার্কেটিং, অ্যাকাউন্টস, কমপ্লায়েন্স, নার্স, শেফ ও ডেলিভারিম্যানসহ প্রায় ৪৫০ পদে কর্মী নিয়োগ দেবে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

আগামীকাল সকাল ১০টায় মেলা শুরু হবে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ‘বিডিজবস ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ারে’ অংশগ্রহণ করতে অনলাইনে নিবন্ধন করতে হবে।

মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা বাধ্যতামূলক বলে জানান প্রকাশ রায় চৌধুরী। আগামীকালও নিবন্ধনের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। প্রার্থীদের নিজে নিজে নিবন্ধন করতে হবে।

আগামীকাল সকাল ১০টায় মেলা শুরু হবে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ‘বিডিজবস ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ারে’ অংশগ্রহণ করতে অনলাইনে নিবন্ধন করতে হবে। যদি বিডিজবসে অ্যাকাউন্ট না থাকে, তাহলে অ্যাকাউন্ট তৈরি করে জব ফেয়ারের জন্য নিবন্ধন করা যাবে। আর যদি বিডিজবস অ্যাকাউন্ট থাকে, তাহলে লগইন করে মেলার জন্য নিবন্ধন করা যাবে। চাকরি মেলার জন্য নিবন্ধন করা যাবে এ লিংকের মাধ্যমে।