বিডিজবস ডটকমের পরিচালক (বিপণন) প্রকাশ রায় চৌধুরী বলেন, এবারের মেলায় ১৩০টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় ৩৫ হাজার চাকরিপ্রার্থী। এসব প্রার্থীর মধ্য থেকে যোগ্য প্রায় আড়াই হাজার প্রার্থীকে চাকরির জন্য মনোনীত করা হবে। মার্কেটিং, অ্যাকাউন্টস, কমপ্লায়েন্স, নার্স, শেফ ও ডেলিভারিম্যানসহ প্রায় ৪৫০ পদে কর্মী নিয়োগ দেবে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

আগামীকাল সকাল ১০টায় মেলা শুরু হবে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ‘বিডিজবস ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ারে’ অংশগ্রহণ করতে অনলাইনে নিবন্ধন করতে হবে।

মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা বাধ্যতামূলক বলে জানান প্রকাশ রায় চৌধুরী। আগামীকালও নিবন্ধনের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। প্রার্থীদের নিজে নিজে নিবন্ধন করতে হবে।

আগামীকাল সকাল ১০টায় মেলা শুরু হবে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ‘বিডিজবস ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ারে’ অংশগ্রহণ করতে অনলাইনে নিবন্ধন করতে হবে। যদি বিডিজবসে অ্যাকাউন্ট না থাকে, তাহলে অ্যাকাউন্ট তৈরি করে জব ফেয়ারের জন্য নিবন্ধন করা যাবে। আর যদি বিডিজবস অ্যাকাউন্ট থাকে, তাহলে লগইন করে মেলার জন্য নিবন্ধন করা যাবে। চাকরি মেলার জন্য নিবন্ধন করা যাবে এ লিংকের মাধ্যমে।