উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার পদের ফল প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ১৫০ জন

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসির ‘প্রবেশনারি অফিসার’ পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১৫০ জনকে এ পদে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। উত্তরা ব্যাংকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে মোট ১৫০ জনকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে নিয়োগপত্র পাঠানো হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের আগামী ৮ এপ্রিল দুপুর ১২টার মধ্যে পারসোনেল ডিপার্টমেন্ট, মানবসম্পদ বিভাগ, উত্তরা ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৪৭, শহীদ বীর উত্তম আশফাকুস সামাদ সড়ক, (সাবেক ৯০, মতিঝিল বা/এ), ঢাকা-১০০০ ঠিকানায় যোগদানের জন্য রিপোর্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

যদি কেউ নিয়োগপত্র সময়মতো হাতে না পান, তাহলে আবেদনকারীকে নিয়োগপত্রের ডুপ্লিকেট কপির জন্য আগামী ৬ এপ্রিল অফিস সময়ের মধ্যে পারসোনেল ডিপার্টমেন্ট, মানবসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে।

নির্বাচিত প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।

আরও পড়ুন