১৪ হাজার কর্মী ছাঁটাই করছে যে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান

ফিনল্যান্ডে নোকিয়ার সদর দপ্তর
ছবি: রয়টার্স

ফিনিশ টেলিকম প্রতিষ্ঠান নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, উত্তর আমেরিকায় ফাইভ–জি সরঞ্জাম বিক্রির ধীরগতি ও লাভ কমে যাওয়ায় তারা এই কর্মী ছাঁটাই করবে।

নোকিয়ার প্রধান নির্বাহী (সিইও) পেক্কা লান্ডমার্ক এক বিবৃতিতে জানিয়েছেন, ‘তৃতীয় ত্রৈমাসিকে আমরা সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ব্যয় কমাতে এ কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

নোকিয়া বলেছে, ব্যয় কমানোর এই পরিকল্পনার লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে ৮০০ মিলিয়ন থেকে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো সাশ্রয় করা। কর্মী সংখ্যা ৮৬ হাজার থেকে ১৬ শতাংশ কমিয়ে আনা হবে। এতে কর্মী সংখ্যা দাঁড়াবে ৭২ হাজার থেকে ৭৭ হাজার। মোবাইল নেটওয়ার্ক, ক্লাউড অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিসেস ও করপোরেট ফাংশন থেকে এসব কর্মী ছাঁটাই করা হবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে নোকিয়ার মুনাফা ১৩৩ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা গত বছর একই সময়ের থেকে ৬৯ শতাংশ কম। তবে চতুর্থ ত্রৈমাসিকে নেটওয়ার্ক ব্যবসায় উন্নতির আশা করছে নোকিয়া।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নোকিয়ার ফাইভ–জি সরঞ্জাম বিক্রি ২০ শতাংশ কমে ৪ দশমিক ৯৮ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে নোকিয়া ও এরিকসন চলতি বছর মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বিনিয়োগে মন্দার কথা জানিয়েছে।

আরও পড়ুন

গত মে মাসে ব্রিটিশ টেলিকম গ্রুপ বিটি জানিয়েছে, চলতি দশকের শেষ নাগাদ তারা ৫৫ হাজার কর্মী ছাঁটাই করবে। প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ও মাইক্রোসফট এই বছর তাদের কর্মীসংখ্যা ১০ হাজার কমানোর ঘোষণা দিয়েছে।

গত জানুয়ারিতে অ্যামাজন বিশ্বব্যাপী ১৮ হাজার কর্মী ও গুগলের মূল সংস্থা অ্যালফাবেট প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।