বস্ত্র অধিদপ্তরের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের ষষ্ঠ গ্রেডের প্রোগ্রামার পদে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষা ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসিতে এ পরীক্ষা নেওয়া হবে।
প্রোগ্রামার পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮। বিপিএসসির ফরম জমা না দেওয়ায় এবং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকায় ৬৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে পিএসসির ওয়েবসাইট বা টেলিটকের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মাস্ক ছাড়া কাউকে মৌখিক পরীক্ষার বোর্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
মৌখিক পরীক্ষার সূচি ও যাঁদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাঁদের তালিকা এই লিংকে দেখা যাবে।