রেলওয়ের কালেক্টর হলেন ২২০ জন, যোগদান ১০ জুনের মধ্যে

ফাইল ছবি: প্রথম আলো

রেলওয়ের টিকিট কালেক্টর গ্রেড-২ নির্বাচিত প্রার্থীদের আগামী ১০ জুনের মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট কালেক্টর গ্রেড-২ পদে নির্বাচিত ২২০ জন প্রার্থীকে আগামী ১০ জুনের মধ্যে যোগদান করতে হবে। মহাব্যবস্থাপক (পূর্ব),  বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এবং মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদানপত্র জমা দিতে হবে। নিয়োগপত্র বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

চাকরিতে যোগদানের সময় স্বাস্থ্য পরীক্ষার সনদ দাখিল করতে হবে। কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগপত্র বাতিল হবে।

আরও পড়ুন

চাকরিতে যোগদানের পর প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। কোনো প্রার্থী স্বেচ্ছায় চাকরি ছাড়তে চাইলে কমপক্ষে এক মাস আগে লিখিতভাবে জানাতে হবে। এ ক্ষেত্রে সর্বশেষ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

এ পদে যোগদান–সম্পর্কিত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।