উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার সূচি ও সিলেবাস প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার (গ্রেড-১৩) পদের বাছাই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সিলেবাস প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা পোস্টমাস্টারের লিখিত পরীক্ষা ২৯ জুন অনুষ্ঠিত হবে। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭৯১ জন।

লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরের। এর মধ্যে বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ১৫ ও সাধারণ জ্ঞান ১৫ নম্বর। সর্বনিম্ন পাস নম্বর ৫০। মোট ৯০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাছাই পরীক্ষায় ব্যবহৃত প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। বাছাই পরীক্ষার প্রবেশপত্রে উল্লিখিত সাধারণ নির্দেশনাগুলো লিখিত পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মোবাইলে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএস পাঠানো হবে।

আরও পড়ুন

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।