বিমানের কেবিন ক্রু পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৩২

একজন কেবিন ক্রু বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা পান
ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস পদের আইকিউ ও লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৩২ জন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

১০ ফেব্রুয়ারি কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস পদের আইকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৫,৯০০ টাকা থেকে ৩৮,৪০০ টাকা; সঙ্গে উৎসব ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা। দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত–সুবিধাও পাওয়া যাবে। এ ছাড়া উন্নত চিকিৎসা–সুবিধা ও পোশাক ভাতা রয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে