ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ৫ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, দেখুন নির্দেশনাও

মডেল: ইয়াসফি, সিফাত, নুসরাত ও রিয়াছবি: খালেদ সরকার

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত ‘সার্ভেয়ার, ট্রাভার্স সার্ভেয়ার, কম্পিউটার, ড্রাইভার ও নাজির-কাম-ক্যাশিয়ার’ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ২৪ জানুয়ারি অনুষ্ঠিত এ পরীক্ষার ফল প্রকাশ করা হয় গতকাল রোববার। সার্ভেয়ার পদে ৩৮৯ জন, ট্রাভার্স সার্ভেয়ার পদে ৫, কম্পিউটার পদে ৪, ড্রাইভার পদে ২৬৮, নাজির-কাম-ক্যাশিয়ার পদে ৪২৮ জনসহ মোট ১ হাজার ৯৪ জন প্রার্থী ব্যবহারিক/মৌখিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন

প্রার্থীদের জন্য নির্দেশনা

ক. এ ফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত ‘সার্ভেয়ার, ট্রাভার্স সার্ভেয়ার, কম্পিউটার, নাজির কাম ক্যাশিয়ার ও ড্রাইভার’ পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না।

খ. প্রকাশিত ফলের যেকোনো পর্যায়ে কোনো প্রকার ভুলভ্রান্তি/ত্রুটিবিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফল বাতিল/সংশোধন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আরও পড়ুন

গ. কোনো প্রার্থী কর্তৃক ভুল বা অসত্য তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তাঁর ঘোষিত ফল বাতিল করতে পারবে।

ঘ. ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান যথাসময়ে অধিদপ্তরের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

*উত্তীর্ণ প্রার্থীদের পদওয়ারি রোল নম্বর দেখুন এখানে