কমার পরও অ্যামাজনের সিইও যত বেতন পান

অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জেসি
ছবি: রয়টার্স

চারদিকে যখন কর্মী ছাঁটাইয়ের ঢল চলছে, তখন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জেসির বার্ষিক বেতন ৯৯ শতাংশ কমেছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শেয়ারহোল্ডার অ্যাডভোকেসি গ্রুপ অ্যাজ ইউ সোও–এর ২০২২ সালে সবচেয়ে বেশি বেতন পাওয়া ১০০ সিইওর তালিকায় জায়গা করে নিয়েছিলেন অ্যান্ডি জেসি। ২০২১ সালে ২১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বেতনের কারণে তাঁর অবস্থান ছিল ৯–এর ঘরে। তাঁর এই বেতন প্রতিষ্ঠানের মধ্যম বেতনের কর্মীর ৬ হাজার ৪৭৪ গুণ বেশি ছিল।

তবে ২০২২ সালে অ্যামাজন সিইও অ্যান্ডির বেতন ৯৯ শতাংশ কমে যায়। এ কারণে অ্যাজ ইউ সোও-এর সবচেয়ে বেশি বেতন পাওয়া ১০০ সিইওর তালিকা থেকে এবার তাঁর নাম বাদ দেওয়া হতে পারে।

অ্যামাজনের করা একটি প্রক্সি বিবৃতি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই বিবৃতিতে দেখা গেছে, অ্যান্ডি জেসির বার্ষিক মোট বেতন ২১ কোটি ২০ লাখ মার্কিন ডলার থেকে কমে ২০২২ সালে হয়েছে মাত্র ১৩ লাখ ডলার। তবে তাঁর মূল বেতন ৮০ শতাংশ বেড়ে ১ লাখ ৭৫ হাজার ডলার থেকে ৩ লাখ ১৭ হাজার ৫০০ ডলার হয়েছে।

আরও পড়ুন

এত পরিমাণ বেতন হ্রাসের কারণে গত বছরের জন্য তিনি কোনো স্টক অনুদান পাবেন না। তবে এর আগের বছরের শেয়ারের একটি অংশ এই বছর দেওয়া হবে, বাকি অংশ ২০২৬ ও ২০৩১ সালের মধ্যে দিয়ে দেওয়া হবে। অ্যামাজনের সিইও হিসেবে ২০২১ সালে জেফ বেজোসের স্থলাভিষিক্ত হন অ্যান্ডি জেসি।

প্রযুক্তি প্রতিষ্ঠানের অন্যান্য সিইওদের মধ্যে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা গত বছর ৫ কোটি ৫০ লাখ ডলার, অ্যাপলের সিইও টিম কুক ৯ কোটি ৯৪ লাখ ডলার বেতন পেয়েছেন। ২০২০ সালে গুগল প্রকাশ করেছে, প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাইয়ের বার্ষিক বেতন ২০ লাখ ডলার।

আরও পড়ুন

অ্যান্ডি জেসি প্রতিষ্ঠান নিয়ে তাঁর লক্ষ্যের কথা জানিয়ে সম্প্রতি অ্যামাজন শেয়ারহোল্ডারদের কাছে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি ব্যয় কমাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের মতো ‘কঠিন সিদ্ধান্ত’ নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, কোম্পানির প্রয়োজনের কারণে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।