প্রাথমিকের শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ১৪ মার্চ

মডেল: নীলা ও রিয়াদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে মৌখিক পরীক্ষা আগামীকাল ১৪ মার্চ থেকে শুরু হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ মাহবুবুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, ১৪ মার্চ থেকে ২২ এপ্রিল সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্বের (রাজশাহী,খুলনা ও ময়মনসিংহ) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার মোহাম্মদ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, দ্বিতীয় ধাপে তিন বিভাগের ২২টি জেলায় মৌখিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। কোন জেলায় কোন তারিখে পরীক্ষা সেটি সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা সুবিধাজনক সময় নির্ধারণ করে প্রার্থীদের আগেই জানিয়ে দেবেন।

গত ২০ ফেব্রুয়ারি প্রাথমিকের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন

২ ফেব্রুয়ারি দেশের তিন বিভাগের ২২ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গত বছরের ২০ মার্চ এ পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।