কর্মসংস্থান ব্যাংকের ১৬০ পদের অ্যাপটিটিউড টেস্টের ফল ও মৌখিকের সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

কর্মসংস্থান ব্যাংকের (রাষ্ট্রমালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান) ডাটা এন্ট্রি অপারেটর পদের অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়েছে।

কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসংস্থান ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটরের ১৬০টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে ৮ থেকে ১৪ সেপ্টেম্বর অ্যাপটিটিউড টেস্ট অনুষ্ঠিত হয়। এতে মোট ৫০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

আরও পড়ুন

অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১০ অক্টোবর। শেষ হবে ৩০ অক্টোবর। কর্মসংস্থান ব্যাংক, প্রধান কার্যালয়, ১, রাজউক অ্যাভিনিউ, ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/ প্রথম শ্রেণির ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদপত্র/ কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে দুই ঘণ্টা আগে কর্মসংস্থান ব্যাংকের কর্মী ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও মানবসম্পদ বিভাগে উপস্থিত হতে হবে।

অ্যাপটিটিউড টেস্টের ফল ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি দেখা যাবে এখানে

আরও পড়ুন