পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) ‘উচ্চমান সহকারী’ পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানিয়েছে, পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ (লিখিত-এমসিকিউ) ২৫ জুলাই ২০২৫, শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা-১২২৯ এ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপের (লিখিত-রচনামূলক) পরীক্ষা ২৬ জুলাই ২০২৫, শনিবার, বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের এ পরীক্ষায় লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেবেন। প্রশিক্ষণ একাডেমি ভবন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ এ অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
লিখিত (রচনামূলক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরে বাপবি বোর্ডের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। পরীক্ষার্থীদের বাপবিবোর্ডের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে সংগ্রহ করতে হবে এবং পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে প্রার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।