মানববন্ধনে অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী মো. শরীফুল হাসান প্রথম আলোকে বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর বিসিএস ছাড়া সরকারি সব চাকরির ক্ষেত্রে নিয়োগে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনাও দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তির আলোকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স ছাড়সংক্রান্ত সংশোধনীসহ পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ওই বয়স ছাড়ের প্রজ্ঞাপনের বয়সসীমা অনুসরণ না করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে করোনার কারণে আমাদের যাদের বয়স শেষ হয়েছে তাঁরা আবেদন করতে পারছি না।’
জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে আকুল আবেদন, আমাদের ১৬০০ বিজেএস পরীক্ষায় বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করে আবেদনের সুযোগ দেওয়া হোক।মোহাম্মদ রাসেল, চাকরিপ্রার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী মোহাম্মদ রাসেল বলেন, ‘করোনার কারণে আমরা যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁদের কথা চিন্তা করে আমাদের দাবি বিবেচনায় নেওয়া উচিত। জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে আকুল আবেদন, আমাদের ১৬০০ বিজেএস পরীক্ষায় বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করে আবেদনের সুযোগ দেওয়া হোক।’