জাতীয় সংসদ সচিবালয়ের দশম গ্রেডের মৌখিক পরীক্ষার সূচি ও নির্দেশনা প্রকাশ

মডেল: নীলা ও রিয়াদছবি: প্রথম আলো

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের দশম গ্রেডের উপসহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষার সূচি ও নির্দেশনা প্রকাশ হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সূচি ও নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয়ের উপসহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বিপিএসসি ফরম–৫এ (অ্যাপ্লিকেন্টস কপি)  জমাদানকারী ৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১২ জনু অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় এই পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশন কর্তৃক উপসহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (১০ম গ্রেড) পদে ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি), প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদ মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত এবং পিএসসি কর্তৃক নির্ধারিত ফরমে মূল ছাড়পত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র প্রদান করা হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট বা  টেলিটকের ওয়েবসাইট ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

মৌখিক পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।