চেয়ারম্যানের পর পিএসসির ৪ সদস্য নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন চেয়ারম্যান ও নতুন চারজন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সদস্য হিসেবে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁরা হলেন মো. নাজমুল আমিন মজুমদার. মো. সুজায়েত উল্লাহ, মো. আমিনুল ইসলাম ও নুরুল কাদির।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই চারজনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন। তাঁরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাঁদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

এর আগে পিএসসির চেয়ারম্যান হিসেবে মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। আগের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ সদস্য গতকাল মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন। এরপরই আজ পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিল সরকার।

আরও পড়ুন
আরও পড়ুন