ভুয়া নিয়োগপত্র ও অর্থ লেনদেনের বিষয়ে সতর্ক করল সমাজসেবা অধিদপ্তর
সমাজসেবা অধিদপ্তরের ১৩ থেকে ২০তম গ্রেডের কয়েকটি পদের চাকরির নামে প্রতারক চক্রের ভুয়া নিয়োগপত্রের বিষয়টি নজরে এসেছে সমাজসেবা অধিদপ্তরের। এ বিষয়ে চাকরিপ্রার্থীদের সতর্ক করে প্রতারক চক্রের সঙ্গে কোনো লেনদেন না করার বিষয়ে জানিয়েছে অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদে ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় প্রতারক চক্র নিয়োগ দেওয়ার নামে পরিচালক (প্রশাসন ও অর্থ) ও মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তরের নকল স্বাক্ষরযুক্ত ভুয়া নিয়োগপত্র দিয়ে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করছে।
চাকরিপ্রার্থীদের আবেদনের ভিত্তিতে নির্ধারিত তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিতদের নামে নিয়োগপত্র ইস্যু করে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ ছাড়া কেউ নিয়োগ পাবেন না।
বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ পাওয়ার আশায় প্রতারক চক্রের সঙ্গে কোনো লেনদেন না করার জন্য চাকরিপ্রার্থীদের সতর্ক করা হলো।