রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার পদের মৌখিকের তারিখ প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬৩৫।

রেলওয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

রাজধানী ঢাকায় বাংলাদেশ রেলওয়ে ভবনে পরীক্ষা নেওয়া হবে। সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা শুরু হবে। প্রতিদিন চারটি গ্রুপে পরীক্ষা নেওয়া হবে। একেকটি গ্রুপে পরীক্ষার্থীর সংখ্যা ৬০।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি দেখা যাবে এই লিংকে
৫ সেপ্টেম্বর সহকারী স্টেশনমাস্টার পদে লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়েছিল। এতে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩৫ জন।