রেলের বুকিং সহকারীর চাকরি পেলেন ২৪৮ জন, যোগদানে যা যা করতে হবে

রেলফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় নির্বাচন ও পদোন্নতি কমিটি ১৫তম গ্রেডে বুকিং সহকারী গ্রেড-২ পদে নিয়োগের জন্য ২৪৮ জন প্রার্থীকে নির্বাচিত করেছে। এসব প্রার্থীকে ২৪ জুন চাকরিতে যোগ দিতে হবে। গতকাল রোববার রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরিতে যোগ দেওয়ার সময় প্রার্থীকে বিভাগীয় চিকিৎসা কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা/রাজশাহী/সিআরবি, চট্টগ্রাম অথবা সিভিল সার্জনের কাছে স্বাস্থ্য সনদ দাখিল করতে হবে।

আরও পড়ুন

কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগপত্র বাতিল হিসেবে গণ্য করা হবে। প্রার্থীর চারিত্রিক ও পূর্বকার্যকলাপ সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন না পাওয়া পর্যন্ত এ নিয়োগ সাময়িক বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এ নিয়োগপত্র বাতিল হিসেবে গণ্য করা হবে।

কোনো প্রার্থীর দাখিলকৃত সনদ/কাগজপত্র ভবিষ্যতে ভুয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে এ নিয়োগপত্র বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রার্থী বিদেশি কোনো নাগরিককে বিয়ে করে থাকলে অথবা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ে চাকরিতে যোগদানের আগে এ–সংক্রান্ত ৩০০ টাকার একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করে দাখিল করতে হবে।

আরও পড়ুন

চাকরিতে যোগদানের পর প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। শিক্ষানবিশকালে যেকোনো প্রার্থীকে চাকরিতে বহাল রাখা অনুপযোগী বলে বিবেচনা করা হলে কোনো কারণ দর্শানো ছাড়াই প্রার্থীকে চাকরিচ্যুতি করা যাবে অথবা শিক্ষানবিশকাল বৃদ্ধি করা যাবে।

কোনো প্রার্থী স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে কমপক্ষে ৩০ দিন আগে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। এ ক্ষেত্রে সর্বশেষ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

আরও পড়ুন

চাকরিতে যোগদানের সময় প্রার্থীকে পরীক্ষার মূল প্রবেশপত্রের ফটোকপি, আবেদন কপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি, শিক্ষাগত সনদের ফটোকপি, রঙিন ছবি পাসপোর্ট সাইজ দুই কপি এবং কোটা সনদের ফটোকপির এক সেট সত্যায়িত করে জমা দিতে হবে। এসব শর্ত মেনে এ নিয়োগপত্র গ্রহণে সম্মত হলে প্রার্থী আগামী ২৪ জুন অফিস চলাকালে মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এবং মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদানপত্র দাখিল করতে পারবেন।

আরও পড়ুন