ইউনিয়ন সমাজকর্মীর চাকরিপ্রার্থীদের অপেক্ষার শেষ কবে

ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগপ্রক্রিয়া পাঁচ বছর ধরে আটকে আছে। এর মধ্যে দুবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়। সমাজসেবা অধিদপ্তর বলেছিল, সেপ্টেম্বরে ফল দিতে চায়। সেপ্টেম্বর পেরিয়ে গেলে বলা হলো—অক্টোবর মাসে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। কিন্তু অক্টোবর শেষ হলেও ফল প্রকাশ করা হচ্ছে না। দীর্ঘদিনেও ফল প্রকাশ না করায় হতাশা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।

চূড়ান্ত ফলের অপেক্ষায় থাকা মো. আলমগীর হোসেন নামের এক চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, ‘লিখিত পরীক্ষায় পাস করেছিলাম ৫ হাজার ১৭৮ জন। এর মধ্যে মৌখিক পরীক্ষা দিয়েছিলেন প্রায় চার হাজার প্রার্থী। আমার মতো অনেকের চাকরির বয়স শেষ। অধিদপ্তরে গেলে বলে দ্রুত ফল দেওয়া হবে। কিন্তু ফল আর দেয় না। চূড়ান্ত ফল নিয়ে আমাদের সাথে প্রহসন শুরু করেছে অধিদপ্তর।’

আরও পড়ুন

মো. রজব আলী নামের আরেক চাকরিপ্রার্থী বলেন, ইউনিয়ন সমাজকর্মীর ৪৬৩টি শূন্য পদে নিয়োগের জন্য ২০১৮ সালে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এই নিয়োগের অন্যান্য সব পদেই নিয়োগ হয়ে গেছে। কিন্তু ইউনিয়ন সমাজকর্মীর ফল প্রকাশে বারবার বিলম্ব করা হচ্ছে। এ পদের নিয়োগ নিয়ে দুর্নীতির কথাও শোনা যাচ্ছে।

তৃতীয় শ্রেণির সমাজকর্মীর (ইউনিয়ন) স্থায়ী রাজস্বে শূন্য পদের সংখ্যা ৪৬৩। আবেদন করেছিলেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন।

নাম প্রকাশ না করার শর্তে সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

চূড়ান্ত ফল কবে দেওয়া হতে পারে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চূড়ান্ত ফল তৈরির কাজ করছে। শিগগিরই বুয়েট কর্তৃপক্ষ আমাদের কাছে ফল হস্তান্তর করবে। আশা করছি, এ মাসেই ফল দিতে পারব।’ ফল বারবার কেন বিলম্ব করা হচ্ছে, সে বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

এর আগে সমাজসেবা অধিদপ্তর থেকে বলা হয়েছিল, সেপ্টেম্বরে ফল প্রকাশ করা হবে। তারপর বলা হয়, অক্টোবরে ফল প্রকাশ করা হবে। এখন বলা হচ্ছে, নভেম্বর মাসে ফল দেওয়া হবে। এখন দেখার বিষয়, চাকরিপ্রত্যাশীদের অপেক্ষার প্রহর এ মাসে শেষ হয় কি না।

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে জনবল নিয়োগের জন্য ২০১৮ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের চার বছর পর লিখিত পরীক্ষা নেওয়া হয় গত বছর। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ইউনিয়ন সমাজকর্মী পদে যাঁরা আবেদন করেছেন, তাঁদের অনেকের চাকরির বয়স শেষ। আবার অনেকের এটাই ছিল চাকরির শেষ ভাইভা। তাই আশায় আছেন, চূড়ান্ত ফলে ভালো কিছু হবে। কিন্তু দীর্ঘদিনেও চূড়ান্ত ফল পাচ্ছেন না তাঁরা।

সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মীর (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে শূন্য পদের সংখ্যা ৪৬৩। আবেদন করেছিলেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর এ পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার তিন দিন আগে তা স্থগিত করা হয়। এরপর ২০২১ সালের ২৪ ডিসেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে পরীক্ষার আগের দিন বিজ্ঞপ্তি দিয়ে আবার তা স্থগিত করা হয়। পরপর দুবার এ পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ এনেছিলেন।

সে সময় সমাজসেবা অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, প্রশ্নপত্র ফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব। পরীক্ষাসংশ্লিষ্ট সব কর্মকর্তার মুঠোফোন নম্বর পরীক্ষার দুই দিন আগে থেকেই বন্ধ ছিল।

বিজ্ঞপ্তির চার বছর পর অবশেষে গত বছরের ২১ অক্টোবর দেশের সব জেলায় ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬ লাখ ৬২ হাজার ২৭০ পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৬৪১ জন অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৪ লাখ ২৫ হাজার ৬২৯ জন। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত বছরের ৩১ অক্টোবর। এতে উত্তীর্ণ হন ৫ হাজার ১৭৮ জন।

এরপর গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিদিন ১৫০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এখনো মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি।