নির্বাচন কমিশন সচিবালয়ের ১১টি পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এসব পদে নির্বাচিত প্রার্থীদের ২৬ নভেম্বরের মধ্যে যোগদান করতে হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈর্ব্যক্তিক, লিখিত, ব্যবহারিক [প্রযোজ্য ক্ষেত্রে] ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে ১১টি পদে নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে।
কম্পিউটার অপারেটর পদে ১ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ৭, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৫, উচ্চমান সহকারী ৯, হিসাব সহকারী ২৬, স্টোরকিপার ৩৮, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪৪, গাড়িচালক ৭, অফিস সহায়ক ২৪০, নিরাপত্তা প্রহরী ১৪ ও পরিচ্ছন্নতাকর্মী পদে ২৩ জন নির্বাচিত হয়েছেন।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং নিয়োগপত্র তাঁদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হবে।
নির্বাচিত প্রার্থীদের ২৬ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকায় যোগদান করতে হবে। কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলে প্রবেশপত্রের কপিসহ ২৫ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকায় যোগাযোগের জন্য বলা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।