বিটিসিএলের দুই পদের ১৩১ জন নিয়োগের কার্যক্রম স্থগিত
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) হিসাবরক্ষক ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের যে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেটি স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাবরক্ষক ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের আবেদন গ্রহণ কার্যক্রম অনিবার্য কারণে সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা বিটিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
হিসাবরক্ষক পদে ৩৪ জন ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৯৭ জন নিয়োগের জন্য গত ৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি দিয়েছিল বিটিসিএল। আবেদনের সময়সীমা বলা হয়েছিল ৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।