রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি, পদ ১৮টি
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাধারণ প্রশাসন ও সার্কিট হাউসে শূন্য পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে শূন্য পদ পূরণের জন্য রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। মোট পদসংখ্যা ১৮টি।
পদের নাম ও সংখ্যা—
১.
অফিস সহায়ক
পদসংখ্যা: ৩টি
বেতনস্কেল: ৮২৫০–২০০১০ টাকা।
২.
নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৬টি
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।
৩.
পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ২টি
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।
৪.
বেয়ারার
পদসংখ্যা: ৩টি
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।
৫.
বাবুর্চি
পদসংখ্যা: ২টি
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।
৬.
সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।
৭.
মালি
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের বয়সসীমা
৭ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন ফি—
এসব পদে আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ৫৬/- (ছাপান্ন) টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা—
অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে ৭ জুলাই থেকে। আগ্রহীরা আগামী ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।